সেটা অবশ্য যতটা না বাবরের অগ্রগতিতে, তার চেয়েও বেশি কোহলির অধোগতির কারণে। শ্রীলঙ্কার বিপক্ষে মাত্রই শেষ হওয়া টেস্ট সিরিজে তিন ইনিংসের কোনোটিতেই অর্ধশতক না পাওয়া কোহলি টেস্টে র্যাঙ্কিংয়ে চার ধাপ পিছিয়ে গেছেন। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে গত ডিসেম্বরে এর আগের সিরিজেই অর্ধশতক করা বাবর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ইনিংসে এসে আজ আলো ছড়িয়েছেন। যদিও আজ দুপুরেই প্রকাশিত র্যাঙ্কিংয়ে এ ইনিংসটা হিসাবে আসেনি। আগামী বুধবার আইসিসির পরের র্যাঙ্কিংয়ে বাবর হয়তো আরেকটু এগিয়ে যাবেন।
এক ধাপ এগিয়ে বাবর এই মুহূর্তে টেস্ট র্যাঙ্কিংয়ে আছেন ৮ নম্বরে, চার ধাপ পিছিয়ে কোহলি ৯ নম্বরে। ওয়ানডে আর টি-টোয়েন্টিতে বাবর তো শীর্ষেই, কোহলি ওয়ানডেতে দুই নম্বরে, টি-টোয়েন্টিতে অবশ্য কোহলি প্রথম ১৫ জনের মধ্যেই নেই, আছেন ১৬ নম্বরে।

এ তো গেল বাবর-কোহলির দ্বৈরথের হিসাব, এর বাইরে র্যাঙ্কিংয়ে শীর্ষে চিত্রটা কেমন? টেস্টে মারনাস লাবুশেনই শীর্ষে আছেন, দুই-তিনে জো রুট আর স্টিভ স্মিথের অবস্থানও অপরিবর্তিত। সেরা পাঁচে বদল একটাই, তিন ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছেন দিমুথ করুণারত্নে।
বোলারদের র্যাঙ্কিংয়েও প্রথম তিনে অদলবদল নেই। প্যাট কামিন্স শীর্ষে, রবিচন্দ্রন অশ্বিন দ্বিতীয়, তিনে কাগিসো রাবাদা। ছয় ধাপ এগিয়ে যশপ্রীত বুমরা চার নম্বরে। এক ধাপ পিছিয়ে শাহিন শাহ আফ্রিদি পাঁচ নম্বরে। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে জেসন হোল্ডার শীর্ষে, রবীন্দ্র জাদেজা নেমে গেছেন দুই নম্বরে।
ওয়ানডেতে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে সেরা দশেই কোনো বদল নেই। শীর্ষ তিনে বাবর-কোহলির পর আছেন রোহিত শর্মা।
বোলারদের র্যাঙ্কিংয়ে প্রথম তিনে বদল নেই, শীর্ষে ট্রেন্ট বোল্ট, তাঁর পর দুটি স্থানে জশ হ্যাজলউড ও ক্রিস ওকস। এক ধাপ এগিয়ে ম্যাট হেনরি উঠে এসেছেন চার নম্বরে, পাঁচে নেমে গেছেন মুজিব উর রেহমান। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে সেরা দশে বদল নেই, শীর্ষে বাংলাদেশের সাকিব আল হাসানই।
টি-টোয়েন্টিতেও ব্যাটিংয়ে সেরা দশে কোনো বদল নেই। বাবরের পর শীর্ষ তিনের বাকি দুজন মোহাম্মদ রিজওয়ান ও এইডেন মার্করাম। বোলারদের র্যাঙ্কিংয়ে সেরা তিনে বদল নেই, শীর্ষে তাব্রেইজ শামসি। তাঁর পর আছেন জশ হ্যাজলউড ও আদিল রশিদ। অ্যাডাম জাম্পা এক ধাপ এগিয়ে চারে উঠে এসেছেন, এক ধাপ পিছিয়ে পাঁচে নেমেছেন রশিদ খান।
0 Comments