ভারত এখন স্বাধীনতার ৭৫তম বছরে। এই দীর্ঘ সময়েও ভারত বড় ধরনের অর্থনৈতিক শক্তি অর্জনে ব্যর্থ হয়েছে। এটি দেশটির জন্য সম্ভবত সবচেয়ে বড় হতাশার বিষয়। ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রচণ্ড আত্মবিশ্বাসে বলেছিলেন, ২০২৫ সালের মধ্যে ভারত পাঁচ লাখ কোটি ডলারের অর্থনীতি গড়ে তুলবে। কিন্তু তিন বছর যেতে চলল, ভারতের বর্তমান জিডিপি ৩ লাখ ১০ হাজার কোটি ডলার। এ অবস্থায় মোদি তাঁর লক্ষ্যে পৌঁছাতে পারবেন—এমন কথায় বিশ্বাস করা লোক খুঁজে পাওয়া কঠিন হবে।
মোদি বলেছিলেন, ভারত তার ‘থ্রি ডি’ সুবিধা কাজে লাগিয়ে নিজেকে অর্থনৈতিকভাবে শক্তিধর করবে। তাঁর সেই ‘থ্রি ডি’ মানে হলো ‘ডি’ আদ্যাক্ষরযুক্ত তিনটি বিষয়। সেগুলো হলো, ডেমোগ্রাফিকস (জনসংখ্যা), ডেমোক্রেসি (গণতন্ত্র) এবং ডিমান্ড (চাহিদা)।
0 Comments